অনেক সুন্দর তুমি
অনেক সুন্দর তুমি আকাশে ও জানে!
আমিও জানি এমন কি তুমিও জানো।
পাড়াপড়শি সবাই, জানে তাও জানো
যে সমুদ্রের কাছে তুমি গিয়েছিলে
সেই সমুদ্রে ও জানে কত যুগ জানে
যেই অঙ্গনে গিয়েছ প্রতি জনে জানে
রাস্তা অলিগলি যেনে সকলেই জানে
অনেক সুন্দর তুমি
ভোরের প্রহর থেকে সন্ধ্যারা ও জানে
বাড়ির পাশের দুষ্টু ছেলেরা ও জানে
কি মনে করছ তুমি তা না জানে বুঝি
তারাও জানে অনেক তুমিই সুন্দর।
রাতের জোছনা থেকে ঘরের আয়না
প্রতিটি দৃশ্যের মুখ তিলে তিলে জানে
গাছ বৃক্ষ লতাপাতা কিছু বাদ নাই
অনেক সুন্দর তুমি বলেছে কি কেউ?
অনেক সুন্দর তুমি,
না আমি প্রথম বার মুখে বললাম
অনেক সুন্দর তুমি!!
আমি আরো কিছু জানি শুধু সুন্দরী না,
অন্যর চেয়ে আলাদা একমাত্র তুমি
আমি তো সেটাও জানি।
অনেক অন্যনা তুমি।
ছদ্মনাম, জলপাই গাছ