এক পড়ন্ত বিকেলে তোমায় একটা নাম দিয়েছিলাম,
সপ্তর্ষি,
আকাশের ভগ্নাংশে বিশ্বাস নেই তোমার,
তোমার পছন্দ হলোনা নামটা,
তোমার পছন্দ অরুনিমা কিম্বা গোধূলি অথবা আরন্যক,
আমি নিরুপায় হয়ে ডাকলাম তোমায় নিরুপমা,
হলো না তবু,
ডাকলাম তোমায় শাপলার ঝিল,
তাও নয়!
শেষ ডাকলাম তোমায় অপরাজিতা নামে,
টোল পড়ল তোমার গালে,
হেসে ফেললে তুমি,
লাল কৃষ্ণচূড়া ফুটল,
আকাশের ক্যানভাসে ঝুলে রইল পঞ্চমীর চাঁদ,
আর আমার বাগানে রাশি রাশি অপরাজিতা।