অবকাশ -২৪
ফুল ফোটা বিবশ প্রহরে
পথ চলা একান্ত বিপন্ন
মনে নেই ক্রোধ মেরুদন্ডহীন প্রাণী
অতিতুচ্ছ মরিয়া মরিয়া নশ্বর।
ভাঙ্গা হৃদয় অবমাননা তুমি বুঝেছ ক্ষমতা
লড়াই করে জীবনে বিবর্তন আসে
সরল সাদাসিধে জীবনে ক্ষয়ের চিহ্ন প্রকট
যেমনভাবে ক্ষয় হয় মরুভূমির বালি তেমন।
পথের ভিতর পথ দরিদ্রের ভিতর দরিদ্র
আকাশের জন্য মেঘ রাতের জন্য তারা আর অন্ধকার।
আমি মেঘকে কেনার বদলে সমুদ্র কিনেছি
পাহাড়ের বদলে কিনেছি শহীদ মিনার।
মায়ার ভাষা ত্যাগ করলে শূন্য হয় প্রাণের খাঁচা
বাষ্পের বিষ বৃষ্টির আমেজ অবহেলা
তুমি বুঝেছ ভালোবাসা দুঃখিত অবমাননা
আর বিষণ্ণ দুপুরে লক্ষ কোটি রোদ্দুর।
Copyright Reserved
26.09.2023