অবকাশ -২৯
রঙ পেন্সিল ছবি আঁকে বেরঙীন
তারাদের বিচ্ছেদ আর হাওয়াই ভরা আর্তনাদ
দূর আলোকবর্ষ আর প্রতিবাদের মিছিল
বেড়ে ওঠে অজস্র চেতনার গভীরতায়।
মানুষের চাওয়া আর না চাওয়া সমান
অগ্নিপথ পার করে জীর্ণতা
শুদ্ধতার মন্ত্র আসে না অপবিত্র হৃদয়ে
হাতে পায়ে ঝরে যায় সমস্ত ঋতু চোখহারা যন্ত্রণায়।
কাব্যেরা কথা বলে নীরবতায়
আমি হেয় করেছি মানুষের চলার পথ নিতান্ত বঞ্চনায়
বেদুইনের জীবন নেহাত ভালো এর চেয়ে
করুণার কথা শোনা লাগে না কিংবা বুঝতে হয় না হয়তো !
ঘুমের ভিতর পাখি জানে পাখিদের উড়ে যাওয়া
নির্বাসন দেওয়া হয়েছে এতকাল নিরুদ্দেশে
অজানা মানুষ শৃঙ্খলার কথা বুঝি না জানি না
তোমরা তো মানুষ বোঝ এমনকি সবই বোঝ
তবে ভাঙো কেন শত শত মানুষের চোখের ঘুম !
ভাঙো কেন শুধু শুধু মানুষের হৃদয় !!
Copyright Reserved
01.10.2023