অবাক
টেবিলের ওপর রয়েছে গরম চায়ের পেয়ালা,
তার ধোঁয়াতে দেখি-
তোমার চোখ মুখ চুল ভাসছে।
চুমুক দিতে যাব, দেখি-
আগে থেকেই তোমার ঠোঁট রয়েছে আমায় চুম্বনের জন্য।
পেয়ালাটা ধরতে গিয়েই-
হাত থেকে পড়ে গেল,
এতই ঠান্ডা!
আমার কোল মনে হয় পুড়েই গেছে!
দেখি শেষে, নেই কিছু ছিবড়ে বলে
বদলে তোমার অস্থি গুঁড়ো রয়েছে।
৮জুন,২০২৩,৯:০৩, বারুইপুর
Subscribe
Login
0 Comments
Oldest