অবিদিত মুহূর্ত্ত – অসীম চক্রবর্ত্তী
পরীত পুস্পে ,শয্যায় সাজানো ,পাপড়ি বিছানো সুজনি
সৌরভী শয্যায়, মৌন লজ্জায়, বসন বয়নে রমণী
সানাই থেমেছে, ভরসার রাত্রি ,তখন চন্দ্র ওঠেনি
অচেনা পুরুষ ,পহিল রজনী ,বিত্রস্ত ঐ একাকিনী ।
তন্নিবন্ধনে, তার মননে, ভীত শঙ্কাতে নিগমন
প্রশ্নের ভিড় ,মন অস্থির ,তুচ্ছ লাগে যে বিনোদন
অবিদিত ক্ষণে ,অনিশ্চিত মনে, হলো গভীর পরিতাপ
পশুর অধম ,পাহুন পুরুষ, হয় রমণীর অভিশাপ ।
কাপাট বন্ধে ,পরিস্পন্দে, নয়ন মুদিল রমণী
আলিঙ্গন আর সঙ্গোপনে ,হৃদিরঞ্জনে রজনী
হৃদিতে সুখের ,এক পরিপূর্তি, জাগলো চন্দ্র সেজে
ভীতির সমুদ্রে, ধীর তরঙ্গে ,সানাই উঠলো বেজে ।
মন ক্রন্দন ,নিস্পন্দে সেই ,রজনীতে পেল অবেদন
নিগড়ে বদ্ধে ,নবোঢ়া নিঃশব্দে, পাইলো সুখের বন্ধন ।।