অব্যক্ত ভালোবাসা
অনেক না বলা কথা, হারিয়ে যায় শব্দের মতো;
কিছু বেচে থাকে, রাতের আকাশে, তারাদের মতো;
জ্বলে আর নেভে,
তবুও, বলা আর হয়ে ওঠেনি, তোমাকে-এক ফাঁকে
ভালোবাসি ৷
ফুরিয়ে যাওয়া জীবনের, হারিয়ে যাওয়া স্মৃতি;
আঁকড়ে, বেচে থাকা মন,
ফেরি করে বেড়ায়, স্বপ্ন
তবুও, বলা আর হয়ে ওঠেনি, তোমাকে-এক ফাঁকে
ভালোবাসি ৷
কাচের জানালায়, গড়িয়ে পড়ে বর্ষা;
ম্রিয়মান চোখ, আরও ম্রিয়মান হয়ে ঝাপসায়;
দিন ও রাতেরা, হয়ে ওঠে দিনরাত
তবুও, বলা আর হয়ে ওঠেনি, তোমাকে-এক ফাঁকে
ভালোবাসি ৷
ক্যালেন্ডারের পাতা উল্টে, সময় বয়ে যায়;
বসন্ত হারিয়ে যায়, রঙ গায়ে মেখে;
একমুঠো ঝরা শিউলি, হাতে নিয়ে কখনও
তবুও, বলা আর হয়ে ওঠেনি, তোমাকে-এক ফাঁকে
ভালোবাসি ৷
অষ্টমীর অঞ্জলির শেষে, তোমার পুজোর
বাটা হাতে; একা যেতে যেতে,
কতবার পিছু নিয়েছি
তবুও, বলা আর হয়ে ওঠেনি, তোমাকে-এক ফাঁকে
ভালোবাসি ৷
কৃষ্ণচূড়ার সারিতে, রঙিন স্বপ্নেরা ভিড় করে ফেরে;
সন্ধ্যা প্রদীপ, জ্বলে তুলসী তলে;
লেপে দেওয়া মাটির ঘরে বসে, কখনও
তবুও, বলা আর হয়ে ওঠেনি, তোমাকে-এক ফাঁকে
ভালোবাসি ৷
পুকুরের পাড়ে, কদমতলায়, সন্ধ্যা এসে নামে
ঝি ঝি পোকার ডাকে,
ঘরে ফেরা পাখিদের মতো, দলবেঁধে ফেরা আমার মন,
তবুও, বলা আর হয়ে ওঠেনি, তোমাকে-এক ফাঁকে
ভালোবাসি ৷
শতসহস্র বছর ধরে, ঝর্নার জলের মতো;
অফুরন্ত, প্রেম নিয়ে
বয়েচলি অবিরত-
তবুও, বলা আর হয়ে ওঠেনি, তোমাকে-এক ফাঁকে
ভালোবাসি ৷
রাতশেষে ভোর হলে, শিশির ভেজা ঘাসের উপর;
হাঁটতে হাঁটতে, কতবার-
পিছন ফিরে দেখেছি;
তবুও, বলা আর হয়ে ওঠেনি, তোমাকে-এক ফাঁকে
ভালোবাসি ৷
নিভৃতে, প্রেম এসেছিলো একবার, পা চেপে চেপে
নিঃশব্দে, নিরবে;
পাশে গিয়ে, তখনও-
বলা আর হয়ে ওঠেনি, তোমাকে-এক ফাঁকে
ভালোবাসি, ভালোবাসি ৷৷