বসন্তের উপহার তুমি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বসন্তের উপহার তুমি
এম এস আল-আমিন ইসলাম

তোমার চোখে শুধুই বসন্ত
কিন্তু আমি দেখি পূর্ণতা!
এমন-ই এক শেষ বসন্তে তুমি
এসেছিলে আমার জীবনে।
প্রকৃতি যখন সাঁজছিল বসন্ত বিদায়ের উৎসবে।

আমার কাছে বসন্ত মানে ছিলো,
হলদে, বাসন্তী লাল আর কমলা রঙের ফুল।
গাছের ঢালে কোকিল কন্ঠে মন মাতানো সুর।
তবে ভেঙ্গে গেলো ভুল, সে-ই যে বিদায় বেলা
বসন্ত আমায় উপহার দিয়ে গেলো; তুমি নামের পূর্ণতা।

বসন্ত আসে শিমুল ফোটে, পলাশে ছড়ায় রং,
কোকিলের সুরে দোলে কৃষ্ণচূড়া, স্বর্ণচাঁপা ছড়ায় ঘ্রাণ।
প্রিয়তমা সাতরঙা, তুমি মোর রংধনু;
তোমাতে খুঁজে পাই হাজার ফুলের ঘ্রাণ।

0

Publication author

1
নামঃ এম এস আল-আমিন ইসলাম, থানাঃ বাঘারপাড়া, জেলাঃ যশোর, বিভাগঃ খুলনা, বাংলাদেশ, রক্তের গ্রুপ (O+), সুখ বলে কিছু হয় না, সন্তুষ্ট থাকার নামই সুখ!
Comments: 2Publics: 14Registration: 19-02-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে