অভিমানী মন।
বাতাসে উড়িয়েছ প্রেমের আশা,
মাটিতে ছড়িয়েছ নবজীবনের আশ্বাস,
সমুদ্রের ঢেউএ জাগিয়েছ তরঙ্গায়িত আবেগ,
আর সবুজ বনানীতে প্রেম ।
আশা, আশ্বাস, আবেগ, আর প্রেমে ভেসে ভেসে
রোজ শেষ ট্রেনের পথ চেয়ে আমি তাই থাকি।
আজও শেষ ট্রেন সিটি বাজিয়ে চলে গেল
তুমি এলে না,
কাল নয়, পরশু নয় ,কিম্বা তার আগের দিনও না,
তাহলে তুমি কি আসবে না?
ধর যদি নাইবা আসো, চিঠিতো দেবে?
ধর যদি চিঠি নাইবা দাও, ফোন তো করবে?
ধর যদি ফোন নাইবা কর, ভুলে গেছ কি ?
কিন্তু তুমি ভোলনি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Subscribe
Login
0 Comments
Oldest