অভ্যেস
কখনও কখনও অভ্যেস হেরে যায়,
জয়ী হয় ব্যাস্ততা….
হেরে যায় অনেক কিছুই,
তবু লুপ্ত হয় না সে…..
থাকে অবকাশ, বার বার ফিরে আসে…..
অবকাশ বড়োই বেলাগাম……
কখনও কখনও সন্তর্পণে জীবনে ঢুকে পড়ে….
অভ্যেস জড়িয়ে যায় অঙ্গাঙ্গীভাবে……
অভ্যেস কে মনের মণিকোঠায় সযত্নে রাখাও যায়,
রাখা যায় হৃদয়ের গোপন কোনে…..
অভ্যেসের অনুরণন শিহরিত করে,
মনের অলিন্দে জরাজীর্ণ পাতার ভিড়ে—
অভ্যেস শুধু ভালোবাসতে চায়,
অনুভবের আলমারি তবুও ভাবায়।
অভ্যেস আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ,
মনপাখি আজ মুক্ত বিহঙ্গ।
অভ্যেস ভেসে বেড়ায় অথৈ জলে,
ভালবাসাকে জেতাবে বলে।
Subscribe
Login
0 Comments
Oldest