অমরত্ব চাইনি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অমরত্ব চাইনি
হাকিকুর রহমান

অমরত্ব চাইনিকো প্রভু,
শুধু এক চিলতে চাঁদের আলোতে
বেঁচে থাকার আকুতি রইলো
মহাকালের কাছে-

পূর্ণতার পানে যাত্রা করতে
পারিনিকো কভু,
নৈবেদ্যর থালি হাতে
চাঞ্চল্যহীন বহমানতায় সন্তুষ্ট রইলাম,
ক্ষণকালই হ’লো আজন্ম সহোদর-

জন্ম-মৃত্যুর খেলায় বন্দী হয়ে
জীবনের পুনর্বিন্যাস খুঁজে ফেরা,
কন্ঠনালী পর্যন্ত ডোবাজলে
অপেক্ষমান নিরন্তর,
না কিছু পাওয়ার আশাতে-

পূর্ববর্তী সংকেত কি ছিলো
জানা নেই,
পরবর্তী সংকেতই বা কি
তাও জানা হয়নি যে-

মূর্খ অবিশ্বাসের পিছনেই
গতিপথটা গেলো যে মিশে,
আর, দৈবাৎকে সাথে নিয়েই
পুনরায় অতি সামান্য
সময়ের তরে, পিছু অভিযাত্রা।

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।