অমূল্য স্পর্শ
স্বপন ঘোরে ঘুমিয়ে আছি
স্পর্শে তোর মেতে আছি,
লোভি আমি তোকে পাব বোলে!
ঘুমের ঢলে ভিজে আছি।
ভাবছি আমি আসবি কবে?
ডাকবি আমায় মা মা বোলে;
তোর আলো করা রঙের ছটায়,
তোর আধো বলা কথার মায়ায়
মিটবে আমার সুখ।
তুই এলি আমার কোলে
ভরিয়ে কোল, রাঙিয়ে আলো
ডাকলি আমায় ‘মা’ যে বোলে।
তোর স্পর্শে আমি আজ মাতাল,
তোর গন্ধে আমি পাগল,
তোর আধো আধো কথার খেলায়
তৃপ্ত আমার জীবন।
সকল জনম সকল ভোরে,
চাই আমি তোকে বারে বারে;
তুই যে আমার জীবন আলো;
তুই যে আমার খোকা।
তোর খেলায় তোর মায়ায়,
ভরেছে আমার মন।
এমন করেই জরিয়ে আছে
আমার এই কোল।
তোর মধুর দুষ্টুমিতে
সদাই আমি হারি।
এমন করে খোকা আমার
জরিয়ে রাখে ভারি।
তোর দুধেল দন্তযুগল দুষ্টুমিষ্টিহাসে
তোর দুষ্টুমি লুকিয়ে আছে
আমার কেশ মাঝে।
তোকে আমি ভালোবাসি
খোকা, করিসনে আর ছল।
আ্চল ভরা ফুলে মোর,
রাখব আমার ছায়ে,
মা ডাকে, “আয় খোকা,
মোর ঘরে আয়”।।