অলি ও নব ফুল
অরিত্রিক ছন্দ
৩+৩ শব্দ
৪ শব্দ মুক্ত।
ফুলে ফুলে ভরা – চারু এই ধরা
সাজে নব নব রূপে,
অলি ঘোরে ফুলে – ওই হেলে দুলে
মধু থাকে মধু কূপে।
নব ফুলে ফুলে – যেতে দেখি দুলে
মনে লাগে খুব ভালো,
প্রেম প্রীতি মনে – ভাবি ক্ষণে ক্ষণে
মনে ব্যথা বেশি কালো।
ফুল ও ফোটে – মধু তরে ছোটে
ছোটো প্রাণী তবে ভাই,
প্রেমে এর তরে – ভবে ওই ঘরে
সুখ যে বেশি নাই।
মধু এর প্রেমে – সোনা ফুলে হেমে
হাসে অলি মন খুলে,
শত শত প্রাণ – পাখি ধরে গান
সব আশা ভাষা ভুলে।
ছুটে চলে মউ – পথে কার বউ
দেখে হাসে অলি মন
আরো কত চাই – পাবো কি তাই
মধু তরে ঘুরি ক্ষণ।
রচনাকালঃ
০৬/০৮/২০২১
Subscribe
Login
0 Comments
Oldest