অশ্রু দিয়ে লেখা
আমি চিরতরে দূরে চলে যাবো।
নিভে গেছে আমার প্রাণের প্রদীপ
জীবনের কূল খুঁজে পায়নি আমি
বয়ে চলেছি হাজারো কষ্ট নিয়ে।
আমি সেই ভোরের পাখি ছিলাম
উড়ে যেতাম জানা থেকে অজানা দেশে
তুমি একবার ফিরে তাকাবে বলে
খুঁজে ছিলাম পুরানো স্মৃতি’গুলিকে
আমি অশ্রু দিয়ে লিখেছিলাম
বেদনা ভরা জীবনের কাহিনী কে।
পোড়া মাটির উপর থেকে
জেগে উঠেছে বনস্পতি লতাগুল্ম।
আমি দূর থেকে বহুদূরে চলে যাবো
ফিরে আসবো না কভু-
দেখাতে চাইনা এই বুকের চিতার আগুন
জ্বলে জ্বলে সারখার করে দেবে এ জীবন।
আমি সেই দক্ষিণা বাতাস ছিলাম
প্রবেশ করতাম হৃদয়ের মাঝে
একবার তোমার সাথে দেখা হবে বলে
কিন্তু তুমি আমাকে দূরে ঠেলে দিলে।
০৯/০৫/২০২০