অসময়ের বাদল

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অসময়ের বাদল
হাকিকুর রহমান

নিশীথে হৃদয়ের মাঝে দোল খায়,
একটা পূরাতন ঘড়ির পেন্ডুলাম-
ঘন্টা ধরে ধরে স্বশব্দে বেজে ওঠে,
জানান দেয় তার উপস্থিতি।

যদিওবা ঘরের কোণেতে জ্বালানো রয়েছে
একটা নীলচে রঙের বাতি,
তবুও স্বপ্নেরা প্রায়শই আনাগোনা করে
শূন্য আঙিনা ঘিরে-
আর নাড়া দেয়
স্বপ্নের জানালাতে বার বার।

আকাশময় তারা গুনি
নিঃশব্দে, নীরবে,
বুকের-পিঠের, সুখের-অসুখের বার্তাগুলো
ঘোরাফেরা করে, নাগরদোলার মত-
চক্রাকারে, কিম্বা বক্রাকারে, কিম্বা সমান্তরাল রেখায়।

দ্বিতীয়বার ফিরে পেতে চায়
হারিয়ে যাওয়া ক্ষণগুলো-
তবে, তাদেরে কিছু শুধাবার আগেই
নিদ্রা ভেঙ্গে গিয়ে বসে থাকা,
অসময়ে ঝরা বাদলের ধারাতে সিক্ত হয়ে।

“মেঘের আড়াল” কাব্য থেকে

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।