আকাঁশ বলে
আকাঁশ বলে এইতো আছি
দিব্যি আছি কাছে দূরে ,
দিক–দিগন্তে ছেয়ে আছি
মেঘ বলে এইতো তুমি রয়েছ
তোমার দেহ আমার দেহে ঢাকা দিয়েছ।
সূর্য বলে যাইনু চলে অস্তাচলে
সোনার আলো দিলাম ঢেলে মেঘের পরে আকাশ কোলে ।
চাঁদ বলে আমায় দেখে সূর্য তুমি চলে গেলে
অভয় তোমার স্বাধীন কোথায় দিলে বল ?
–ঝর্না হয়ে নদীর বুকে নিয়ে গেলাম
যেথায় মানুষ নিত্য জীবণের গান বাধে।
বিমলাংশু
Subscribe
Login
0 Comments
Oldest