আকাঙ্ক্ষা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আকাঙ্ক্ষা

স্নেহা

২৬মে ২০২১

ঘোলাটে জীবন টাই আজ-
ভালো লাগতে শুরু করেছে!
হয়তো আবার দেখা হবে,
কোনো রোদেলা হতবাক করা –
জনমানবের ভীড়ে।

আবার কখনো –
খোলা আকাশের নীচে দেখা হবে,
দুজন প্রাণ ভরে হাসবো, হাঁটবো হাত ধরে!
অপেক্ষায় রইলাম –
সুস্থ পৃথিবীর স্নিগ্ধ বাতাসের।

ঘোলাটে চোখ ঘষে- চশমা পরে,
সেই জনমানবের ভীড় ঠেলে-
আমরা কিন্তু অরণ্য দেখতে যাব,
রাজি তো?

সেদিন কোনো বাহানা চলবে না কিন্তু!

জানো তো-
আমার খুব দেখতে ইচ্ছে করে,
দক্ষিণা হাওয়া কেমন করে ছুটে আসে।
সবুজ গাছ গুলো আনন্দে দোল খায় বুঝি?
পাখি গুলো কি আমারই মতো অভিমানী?

চার দেয়ালের মাঝে –
হঠাৎ দম ফুরিয়ে আসে।
বড্ড ইচ্ছে করে দেখতে-
সমুদ্রের তান্ডবের পর যখন,
নীরব নিস্তব্ধ হয়ে পরে-
তখন সূর্য কেমন সমুদ্রস্নান করে,
আমায় দেখাবে তো?

আমার বড্ড শুনতে ইচ্ছে করে-
শুকনো পাতা গুলোর ঝরে পরার শব্দ।
তোমার হাত ধরে হাটবো-
আর মর মর শব্দে সুর বাধবে,
দমকা হাওয়ায় আমার চুলগুলো –
যখন এলোমেলো হবে,
তুমি আলতো করে –
আমার চুলগুলো কানের পিঠে,
সরিয়ে দেবে তো?

আমি কিন্তু- ঝাল ফুচকা খাবো!
মুখের ভেতর যখন-
লঙ্কার বিষ্ফোরণ ঘটবে,
আমার চোখ মুখ লাল হয়ে যাবে।
তখন আমায় সামলে নিতে রাজি তো?

মেঘের গর্জন শুরু হলে-
কালো মেঘের ভেলা দেখবো।
আমরা কিন্তু বৃষ্টিতে ভিজবো।
কি? রাজি তো?
ভেজা গাঙচিল হবো দু’জন।

ঘোলাটে চোখ ঘষে চশমা পরে,
জনমানবের ভীড় ঠেলে –
আমরা কিন্তু অরণ্য দেখতে যাব!

0

Publication author

offline 3 years

স্নেহা

0
জীবন নদীতে ভেসে চলা এক ছোট নৌকা⛵! কখনো নীল আকাশে উড়ে যাওয়া প্রজাপতি?? কিংবা দক্ষিণা হওয়ায় দুলতে থাকা ফুল ??
Comments: 0Publics: 3Registration: 24-12-2021
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।