আকাশের রাজা তোমার নেই তুলনা।
তুমি অতুলনীয় তোমার নেই তুলনা।
Status- recorded,
আকাশের রাজা তোমার নেই তুলনা।
তোমার মনের কথা সবার অজানা ।
সারারা দুনিয়া
তোমার মহিমা
সৃষ্টি হলো স্রষ্টার প্রকাশ ।
তোমার ঐ হাতে সবার বিকাশ
আকাশে উড়ে বেড়ানো পাখী,
সাগরের মাছ হাকাহাকি
ওই বনের তরুলতা
সেও বলেএক ই কথা
আকাশের রাজা তোমার নেই তুলনা।
তোমার মনের কথা সবার অজানা ।
তারাগুলি তোমার কথা বলে।
দেখো মাঠে মাঠে ফসল ফলে।
সবুজ ঘাসের ওপর বৃষ্টি
তুমি গো করেছো ভুবন সৃষ্টি
সারা কায়া বেহুস হয়ে সেই কথা বলে
সেরা প্রাণী মানুষ যেনো মিলে মিশে চলে
Subscribe
Login
0 Comments
Oldest