একুশের প্রহরে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একুশের প্রহরে
হাকিকুর রহমান

ওরা মরেনি, মরিতে পারেনা।

ওরা বেঁচে আছে, সকল বাঙালির হৃদয়ের অভ্যন্তরে
আর অশরীরী আত্মার আলোক ছড়ায়, প্রতিটি অন্তরে।
এই জগতে কত জাতি আছে- এসেছে- গেছে,
বলতে কি পারো? কতজন ভাষার জন্যে শহীদ হয়েছে?

এসেছিলে এদেশে ক্ষণজন্মা হয়ে,
হয়েছো আজ নীহারিকা
তাপিত, তাড়িত, তটিনীর দেশে,
জ্বলে থাকো হয়ে দীপশিখা।

কে বলে তোমরা নেই!
যখনই তাকাই পথে-প্রান্তরে,
অজস্র-অগনিত লোকের ভীড়ে
সেই মুখগুলি, ভাসেতো আঁখিতে, নীরবেই।

দিয়েছো মোদেরে সমৃদ্ধ করে,
দিয়েছো বাঁচিবার অধিকার
দেখেছি মোরা চেতনার আলো,
জাগিয়েছো হৃদয়ে আকুতি স্বাধীকার।

আজি এ প্রহরে সময় এসেছে,
শানিত করিতে সেই চেতনা
উদ্বুদ্ধ হই, এই অরুণালোকে,
আর নয় কোন অনুশোচনা।

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে