আকাশ জুড়ে মেঘ করেছে
আকাশ জুড়ে মেঘ করেছে
মেঘ করেছে খুব
তোর স্মৃতিতে আবার আমি
দিয়েছি আজ ডুব।
নিজের কাছে পর হয়েছি
মেঘের আড়ালে হারিয়ে গেছি,
গর্জনে বুক ফাটছে আমার
তবুও রয়েছি চুপ,
আকাশ জুড়ে মেঘ করেছে
মেঘ করেছে খুব।।
নেকি শহরের মায়া ধুয়ে
বিষন্নতার ছায়া নিয়ে
ছুটছে তারা অবিরত
মনের মাঝে নিয়ে ক্ষত
আবার আমার একলা আকাশ
দেখছে মরন কূপ
আকাশ জুড়ে মেঘ করেছে
মেঘ করেছে খুব।।
নরম ঠোঁটের রং চাপিয়ে
বেড়াচ্ছে ওরা মন দাপিয়ে
সংশয়টা রয়ে গেছে
মনের কাছে মনের মাঝে
ঘর্ষনের ওই বৃষ্টি কনা
করছে যে বিদ্রূপ
আকাশ জুড়ে মেঘ করেছে
মেঘ করেছে খুব।
ভাসিয়ে গেছে মন বাগান
উপছে পড়ছে নোনা ঢেউ
বুকের ভিতর উথাল পাথাল
জানতে পারছে না তো কেউ
মনের আগুন নিভছে আজ
মুখের ভাষায় গভীর কুলুপ
আকাশ জুড়ে মেঘ করেছে
মেঘ করেছে খুব।।
তুই শুধুই আমার হবি
তোর চোখেতে মরন আমার
চাঁদের ছায়ায় মনের মায়ায়
জীবনযুদ্ধ করতে সাবাড়
চলনা ছুটে জ্বালিয়ে দিই
প্রেমের ওই মরন ধূপ
আকাশ জুড়ে মেঘ করেছে
মেঘ করেছে খুব।।