আজকাল
জানো সখী, আজকাল কবিতা বড়োই অপ্রতুল,
সত্যি ব্যাথার মতো, উপশম যার একমাত্র শিশির ভেজা সুখের মুকুল –
যা নাকি আসলে কিছু সুকঠিন জলের মতো – ভালোবাসা,
দুচোখের কোণে, সুগভীর অভিমানে পাগলী তিতিরের এক বাসা
হয়ে, চিরস্থায়ী বন্দোবস্তে রূপকুমারীর মত বসে থাকে,
রাতের আকাশ ছেনে তুলে আনে অসম্ভব ভুল, তার সাথে ফাউ কিছু সুখের বকুল
নেই জানো আজকাল ! আজকাল কবিতা বড়োই অপ্রতুল,
ভালোবাসা ? – জানিনা – বলেনি তো কেউ
সেরকম অনেক অনেক মেঘ ডেকে গেলে বর্ষার বিবর্ণ দুপুর
চেয়ে সেরকম মেঘের গন্ধ নিয়ে কোনো নদী, কিংবা ঢেউ
জগতের সব জলটুকু চোখের আড়ালে ঢেকে – আসেনি তো, উপুড় চুপুর
বৃষ্টি হয়ে – বলেনি তো – চল – ভেসে যাই – বাঁধভাঙা দিগন্ত বিস্তারে
কবিতার মতো কেউ অপরূপ দাঁড়ায়নি দরোজার পারে
সমস্ত জগতের অভিমান ছেনে, অপার বন্যা কেউ ভাঙেনি তো দরিয়ার কুল !
জানো সখী, আজকাল সেরকম ভালোবাসা, থুড়ি সেরকম কবিতা বড়োই অপ্রতুল !