আজব ভোজ
স্বপ্নেতে দেখি কাল জঙ্গলে গিয়েতে
বসেছে বিশাল ভোজ সিংহের বিয়েতে
পশু পাখি যারা যারা যা জিনিস রোজ খায়
আজ তারা সে না খেয়ে ডিফারেন্ট খেতে চায়
সিংহের ইচ্ছে সে খাবে শুধু ফিশফ্রাই
হনুমান বলে তার বিরিয়ানি চাই ই চাই
ব্যাঙেরা বেগুনি পেলে আর কিছু চায়না
হাতি গুলো হটডগ ছাড়া কিছু খায়না
বাঘমামা দিয়ে হামা মাখনটা চেটে খায়
হরিণেরা হুটোপুটি করে কফি খেতে যায়
গরু বলে ঘাস খেয়ে হয়ে গেছি খুব বোর
চিকেন মটন চাই ইয়ে দিল মাঙ্গে মোর
হুলো দেখি মাছ ছেড়ে সন্দেশ খাচ্ছে
বলে এতো দিনে এলো দিন মোর আচ্ছে
চিনি খেয়ে পিঁপড়ের মধুমেহ হয়েছে
তাই তারা আজকাল তেতো খেয়ে রয়েছে
গন্ডার স্লিম হতে স্যালাড টা খেয়ে যায়
কুমিরেরা কালিয়াটা কাড়াকাড়ি করে খায়
চকলেট গুলো নিয়ে চিতা দিলো একছুট
জেব্রাটা বলে খাবো চানাচুর ডালমুট
লুচি ছাড়া ছাগলেরা আর কিছু খাবে না
সব দই হিপো খেলো আর কেউ পাবে না
গোরিলাটা পানগুলো গোগ্রাসে খেলো সব
পাখিরা পেপসি খেয়ে করে খুব কলরব
সারারাত এইসব কান্ড যা দেখলাম
ঘুম ভাঙতেই এই কবিতাতে লিখলাম