আজি যাহা সত্য
হে মোর বিধাতার অভিপ্রাণ
আমরা হয়েছি সহিষ্ণু প্রণামে মাহির
জানি সম্মুখে দাঁড়িয়ে আছে মৃত্যু
বঞ্চিত মানুষের অধিকারে।
সন্ধ্যা নামে রাত্রি ঘনায়
মানুষেরা হারিয়ে ফেলে বহু কিছু
যা হারাবার নয়।
এর মধ্যেও বহু মানুষ পেয়ে যায়
অহংকারের নাগাল।
নিঃশ্বাস আলস্য সংকট
আজি বাহির হতে বাহির
যেথায় ভরে ওঠে অবিশ্বাস
এমনি যদি ছদ্মবেশে দিই পরিচয়
তবে তাহা তুচ্ছ সহিবার ভয়।
হে মোর বিধাতার অভিপ্রাণ
মানুষেরা হয়েছে বর্বর-
তাহার বেশি আর কিছু নয়।
বলিষ্ঠ হইয়া জাতি
বর্ধিষ্ণু বিবেকের ক্ষয়।
পরিহাসে বাঞ্ছনীয় সমীকরণ
যদি অঙ্কের খাতা ভরে যায়
সবি তাহা মিথ্যা সমাধানের পরিণাম।
হে মোর বিধাতার অভিপ্রাণ
রাজনীতি কেন্ কেড়ে নেয় প্রাণ
ঢের বেশি মনে ভাবিলাম
কোথা আছে শেষ-
যদি শেষ হয়েও নাহি হয় শেষ
তখন বাতিক জীবন হয়ে যায় তুচ্ছ
তবে বুঝে নিও রাজনীতিও তুচ্ছ ছিল
এটাই আমার শত শতাব্দীর আদি অনুনয়।
সকল পরিচয় গেছে থেমে
নূতনের রোশনাই কে ছুঁয়ে বিপন্ন হয়েছে সমাজ
বিপদের সংশয়।
মানুষেরা থেমে গেছে মানুষের ভিড়ে:-
বিষাদের পথে হেঁটে হেঁটে
তাঁহাদের জীবনের বাতি নিভে যায়।।