আজ রঙিন আলোয় রাঙিয়ে নাও
আজ রঙিন আলোয়
নিজের বন্ধ মনের অন্ধ আকাশ রাঙিয়ে নাও।
নিজের মনের মাঝে জমে থাকা ক্ষোভ, দুঃখ
এই উজ্বল রঙে খুশির জোয়ারে ভুলিয়ে নাও।
তোমার হিয়ার মাঝে রয়েছে যে স্নিগ্ধ কমল বন
আজ আকাশ হতে রবির আলোয়
রাঙিয়ে উঠুক তার সকল কুসুম।
রবি যেমন আলো দেয় এ ভুবনে নিঃস্বার্থে
তেমনি আজ নব প্রভাতের প্রথম ক্ষণে
এ হৃদয়কে শপথ করাও,
কিছু পাওয়ার আশায় এ জীবন নয়
সবকিছু উজাড় করে দেওয়ার ভালোবাসায় এ মন।
আজ প্রভাতের আকাশে নতুন আশায় রবি উঠেছে
দেখো ওই মেঘের পরে রবির কিরণ দেয় যে উঁকি
সেই উজ্জ্বল আলো পড়ুক তোমার শরীরে
তোমার চোখে এসে লাগুক
সেই তেজোদ্দীপ্ত রশ্মি রেখা।
আজ এই ক্ষণে তোমার জ্ঞানদীপ্ত মন রাঙিয়ে নাও।
যদি থেকেও থাকে কোনো অন্ধ বিলাসিতা
আজ মনে জোর আনো,
ভেঙে চুরমার করে দাও সব কু ভাবনা
হানো আঘাত সকল অলস বিলাস ব্যসনে
নতুন স্বপ্নের উদয় হোক তোমার মাঝে।
উদয় হোক নব চিন্তা, নব প্রতিভা, নব কর্ম উদ্যোগ।
নতুন রূপে জানো এই পৃথিবীকে
নতুন চোখ দিয়ে দেখো এই সুন্দর প্রকৃতিকে।