আত্মদণ্ডে নিমগ্ন বালিকা ∆ রুদ্র সুশান্ত
যে অঙ্গে যৌবন উথলায় বালিকার মার্কিন থলির কাছে-
নিজদ্রোহী বালিকাদের আদৌ সে খবর আছে !
মনের মৈথুনে ঘর পার হতে দিন চলে যায় যার
ষোড়শীর স্তনে থমকে গেছে জীবন, নিশ্চল প্রেমিকার।
মনে মনে চলে স্বদলদ্রোহিতা, দেহ শয়নে সঙ্গমে
বর্ধিষ্ণু ঊর্ধ্বগামী মিলনের দোলনা, চিৎকার করে কামে।
চোখে মুখে লেশ নেই, মনে নির্বোধ রতি-
প্রকৃতি জাগে, না না করে ইতি।
নিশির নিদ্রা ভাঙ্গে, আলিঙ্গনের সুখ মনে জাগে খুব-
পাঁচ থেকে সাত;- এই দণ্ডে ক্লান্ত হয় বিষুব।
মন জাগে দেহ জাগে- খুলে দাঁড়ায় দুয়ার
চাষার আহবানে নিতান্ত আসে যদি জোয়ার।
রুদ্র সুশান্ত
বালুঘাট, ঢাকা।
০৮ ডিসেম্বর ২০২২ ইংরেজি
Subscribe
Login
0 Comments
Oldest