আপন
আমি স্বপ্ন দেখি আকাশ দেখার।
আমার এলোমেলো চোখে স্বপ্নগুলো কেমন,
মাকড়সার ন্যায় জাল বুনে চলছে অবলীলায়।
দিগন্ত জোড়া এক বুক স্বপ্ন নিয়ে রোজ বসি,
আমার চারপায়া চেয়ারটিতে।
সামনে রাখা পুস্তকের সারিরা আমায় ডেকে বলে
অনেক বড় হতে হবে,
নিজের জন্য, নিজের বড় হতে হবে।
আত্মাকে খুশি করতে বড় হতে হবে।
নিজেকে ভালোবাসার জন্য বড় হতে হবে।
এতো সব আশা, নিরাশা, আবেগ, হতাশা সবই
এই চার পায়া চেয়ারটিতে বসে।
একাকিত্বের এই জীবনে যখন জড়বস্তুুই সন্গী
প্রাণের অস্বিত্ব রাখা সন্গীর প্রয়োজনতা খুবই স্বল্প।
Subscribe
Login
0 Comments
Oldest