আপাত প্রলাপ
আমি, কমরেড ও মৌসুমী হাওয়া,
পরস্পরকে পাওয়া বা না পাওয়া
অস্থায়ী খবরের মতো যায় আসে;
কালের অন্তর জুড়ে উপাখ্যান ভাসে
শিরোনামে যা আঁটে না শব্দের মাপে
হয়তো বা ধরা থাকে আপাত প্রলাপে।
Subscribe
Login
0 Comments
Oldest