আবার আসব ফিরে
আবার আসব ফিরে।
আবার আসব ফিরে এই বাংলায়
জড়ালে মা এ কোন মায়ায়
গ্রামের মেঠো পথ,সবুজ ধানের মাঠ.
বেলা শেষের নিস্তব্ধ পুকুর ঘাট।
এখানে ঘুম ভাঙ্গে পাখিদের ডাকে
সকাল ভাসে শিশুদের কলতানে
তপ্ত দুপুরে ঘুঘুর ডাকে ঘুম নামে চোখে
সন্ধ্যায় পাখি সব ঘরে ফেরে নিজ নিজ শাখে।.
এই বাংলার বায়ু মাটি জল
মায়ের স্নেহের মতই কোমল
তব আশীর্বাদ মা পড়ুক ঝরে মাথার ওপর
হিন্দু মুসলিম বাঙ্গালী যত
রয় যেন মা এক হয়ে
তুচ্ছ বিবাদ ঘৃণা হিংসা ভুলে।