আমাকে যেতে দাও
আমাকে, অস্বীকার কর,
ক্ষতি নেই। যেতে দাও।
ভাল হবে, না জান।
বেশ হবে, আমাকে যেতে দাও।
প্রয়োজনের মূহুর্ত,
সে আমার নয়, এতটুকু।
একটু সময়ের দাম দাও,
তাও চাই না। আমাকে যেতে দাও।
আমার মুখের ছবি,
দেখো না, ভুলে যাও।
সব কথা বলি না, আমি,
ভরা থাক, আমাকে যেতে দাও।
সব ফেলে, আমাকে চাও?
ওত ভিড়ে ফেলো,
ভবিষ্যত তোমারও।
আমার শুধু বর্তমান, আমাকে যেতে দাও।
খোঁজা বরং এখন থাক।
অনেকবার, খোঁজার ছল,
ছেড়ে দিয়ে, ভুলে যাও।
আমি হারাতে চাই, আমাকে যেতে দাও।
হারানো অতীত,যা ফিরে না আসে,
সে আমার, আমাকে দাও।
তোমার থেকে ধার নিয়ে,
একবার চাও, আমাকে ফিরিয়ে নাও।
Subscribe
Login
0 Comments
Oldest