আমাদের গল্পগুলো
আমাদের গল্পগুলো..!
আমাদের গল্পগুলো, হঠাৎ করেই অল্প হল
তারপর মিলিয়ে গেল তোমায় আমায় মিলে..
আগে যদি বুঝতো ওরা সুখের পাখি ঘর পাবে না!
পাখিটা ঘর খুঁজতো অন্য কোথাও গিয়ে..
আমাদের গল্পগুলো..!
আমাদের গল্পগুলো, একবারে তেই স্বপ্ন ছোঁয়া।
স্বপ্নের রং মাখতো তোমার কাজল দিয়ে..
আঁধার রাতেরা শুনতো কথা স্তব্দ হয়ে,
গল্পেরা ঘর বানাবে স্বপ্নের রং নিয়ে..
আমাদের গল্পগুলো..!
আমাদের গল্পগুলোর,হঠাৎ হঠাৎ বায়না ছিল।
দিনে ছিল উত্তাল ঝড়,শান্ত ছিল রাতে..
একখানা রামধনুর গাড়ি,সেখানে থেকেই বৃষ্টি শুরু
কথা ছিল দুজন মিলেই ভিজবো ভীষণ রাতে..
আমাদের গল্পগুলো…!
আমাদের গল্পগুলো, হারিয়ে যেত ইচ্ছে করেই
নিজেরা রাগ করবো নিজেরাই যাবো ভুলে..
জীবনের নতুন খাতে খুজবো দুজন প্রেমের মানে
প্রেমে রোজ স্বপ্ন আসুক ঝগড়াটে মরশুমে..
আমাদের গল্পগুলো..!
আমাদের গল্পগুলো হঠাৎ করেই অল্প হল।
তারপর মিলিয়ে গেল তোমায় আমায় মিলে..
আগে যদি বুঝতো ওরা সুখের পাখি ঘর পাবে না
পাখিটা ঘর খুঁজতো অন্য কোথাও গিয়ে..
পাখিটা ঘর খুঁজতো অন্য কোথাও গিয়ে..
পাখিটা ঘর খুঁজতো অন্য কোথাও গিয়ে..
আমাদের গল্পগুলো…?
#মন_সায়রের_পাড়ে