আমাদের বোকা কন্যাগণ কেঁদে ওঠে
আমাদের বোকা কন্যাগণ কেঁদে ওঠে
বান্দা হাফিজ
বুলেট একটি সুগন্ধি ধানের নাম
ইহা শংকর জাতের ধান—
চাউল তৈরির ঝক্কি নাই
খাবার সময় স্বয়ংক্রিয় ভাবে খোসা ঝরে যায়
স্বল্প শ্রম ও অল্প খরচে সোনালি ফসলে ঢেকে যায় মাঠ।
গোলা ভরে গিয়ে আমাদের ঘর ও উঠোনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ধান—
বাবা ঠিক জানতেন এদেশ সোনার দেশ
এদেশের মাটি ঘাঁটি হবে মায়াবী ধানের
মা পরম যত্নে মমতায়
পিচকারির মতন ঠোঁটে ধান তুলে ডাকে- খাবি আয়।
আমাদের শরীর সমস্ত অসুখের উর্ধ্বে উঠে গেছে
আমরা ভেজাল খাবারের বিষে ধুঁকে ধুঁকে মরছি না
অতি বার্ধক্য কখনো ছোঁবে না এদেশের কাউকেই—
মা ধান্য ভরা পিচকারির নলটি আমাদের দিকে তাক করে
পাখির কোমল ছানা আমরা হা করি
ফটাস ফটাস শব্দে দানা ছুটে আমাদের পেটে ঢুকে যায়
ডানা কাঁপাতে কাঁপাতে আমরাও চোখ মুদি—
সোনারঙ ধান খেয়ে মরে বেঁচে যেতে থাকি
খাওয়ার শব্দে আমাদের বোকা কন্যাগণ কেঁদে ওঠে।