Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

মনে কি পড়ে বন্ধু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ

আমার কথা বন্ধু তোদের 
আছে কি ওই মনে,
আমি কিন্তু তোদের কথা 
ভাবি প্রতিক্ষণে।
হাসি মজার প্রহর গুলো 
দিয়েছি ওই পাড়ি,
কোনো কিছু না পেলে ওই
ধরতাম ভীষণ আড়ি।
কর্মব্যস্ত শহরবাসী
হয়ে গেছিস তোরা,
একলা আমি পড়ে আছি
বেঁধে জীবন জোড়া।
নিত্য দিনে নিত্য ক্ষণে 
পথটা চেয়ে থাকি,
কবে আসবি সেই প্রতীক্ষায়
বুকে আশা রাখি।
আমার হিয়া তোদের জন্য 
আজও কাঁদে তবে,
আমায় যাদের নেইতো মনে
দাম্ভিক তারা ভবে।
রচনাকালঃ 
১২/০৮/২০২১
0

Publication author

0
জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে জন্ম গ্রহণ করেন। দীনতার সাথে লড়াই করে সমানে এগিয়ে গেছেন। তার লেখা পড়ার হাতে খড়ি হয় নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি পরীক্ষা দেন
Comments: 1Publics: 42Registration: 02-01-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে