আমারে করেছো ঋণী
আমারে করেছো ঋণী
হে সুভাষিনী
বিদগ্ধ দুপুরের পর
আমি ও আমার ভেতর
খুঁজেছি তোমাকে।
শেষ শ্রাবণেরে
আঁখি নেড়ে নেড়ে
কত বার বলিনি কি
কত বার বলিনি কি
এসো স্নিগ্ধ রাত
হাতের ভেতর হাত
কথা বল ডাকে ।।
কাদামাটি পথে
বিচিত্র প্রভাতে
জানালায় জানালায়
কতবার, কত বার হায়
ফড়িঙের মত ঘুরে ফিরি ।
পুকুরের পচা জলে
খড় কুটার তলে
পোকাদের মত
মাছেদের মত
মরি আর বাঁচি বাঁচি আর মরি ।।
এলোকেশী রোদ
শ্রাবণ শরৎ
হে ষোড়শী
হৃদয় নিবাসী
এসো ফিরে নতুন আলাপণে ।
আল পথে ঘাসে
শরতে কাশে
তোমার গহিন ঘরে
রক্তের কলেবরে
লুকাও আমারে সংগপনে ।।
Subscribe
Login
0 Comments
Oldest