আমারে করেছো ঋণী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমারে করেছো ঋণী
হে সুভাষিনী
বিদগ্ধ দুপুরের পর
আমি ও আমার ভেতর
খুঁজেছি তোমাকে।

শেষ শ্রাবণেরে
আঁখি নেড়ে নেড়ে
কত বার বলিনি কি
কত বার বলিনি কি
এসো স্নিগ্ধ রাত
হাতের ভেতর হাত
কথা বল ডাকে ।।

কাদামাটি পথে
বিচিত্র প্রভাতে
জানালায় জানালায়
কতবার, কত বার হায়
ফড়িঙের মত ঘুরে ফিরি ।

পুকুরের পচা জলে
খড় কুটার তলে
পোকাদের মত
মাছেদের মত
মরি আর বাঁচি বাঁচি আর মরি ।।

এলোকেশী রোদ
শ্রাবণ শরৎ
হে ষোড়শী
হৃদয় নিবাসী
এসো ফিরে নতুন আলাপণে ।

আল পথে ঘাসে
শরতে কাশে
তোমার গহিন ঘরে
রক্তের কলেবরে
লুকাও আমারে সংগপনে ।।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।