আমার আকাশে উড়া..
সিগারেট হাতে দাড়িয়ে আছি অনেকক্ষণ,
তাকিয়ে আছি মহা শূন্যে,
ভাবছি খানিক আগে শিখাই ছেড়ে গেল কোন পূন্যে?
ইতিটা শেষে মনের পর্দাটা টেনে
শিকল ভেঙে পাখি পালিয়েছে দূর গগনে।
সিগারেটের জলন্ত শিখায়
জ্বালিয়ে মন উড়িয়েছি সাদা ধোঁয়ায়।
ভালোই হয়েছে, সব পাখিই পোষ মানে না,
কারো কারো ডানায়-ই লেখা থাকে উড়ার কামনা।
আমি নাকি খাঁচায় রেখেছি বেঁধে ব্যাক্তি স্বাধীনতা
নিয়মের বেড়াজালে তাকে করেছি বন্দি!
সুখ তারও দেখা হয় মাঝেমধ্যে সহসাই নয়,
আর ভালোবাসা! সেতো সবটাই উপলব্ধি।
স্বাধীনতা মানে পুরোনো প্রেমিক নিংড়ে ফেলে
নতুন কাউকে স্বাদরে অভ্যর্থনা নয়,
ভালোবাসা মানেই ইচ্ছে মতো চলা নয়,
নয় ইচ্ছে করেই কারো সাথে সময় কাটানোর অভিনয়।
ভালোবাসা মানেই তোমায় সোনায় মুড়িয়ে
নুপুর পায়ে হাটানো নয়,
আর আমার অক্ষমতা আমার নয় কপটতা,
আমার ভূল তোমায় রাখতে চাই শুকনো গদ্যে আর রসালো কাব্যময়।
তার চেয়ে কোটি গুণ ভালো
রাতের শূন্য আকাশের তারা আর হাজারো নক্ষত্রেরাই হোক
আমার রাজ দরবারের শর্তহীন শ্রোতা,
আমি তাদেরই নিয়ে লিখবো অশ্রুধোয়া
আমার আকাশে উড়া লাল নীল আগামীর কবিতা।
০৩/১১/২০২০