আমার দুঃখ
বহু বছর হয়ে গেল
তোমায় আর দেখা হয় না
কেমন আছ আর জানা হয় না,
কী খেয়েছ না খেয়েছ আর জিজ্ঞাসা করা হয় না,
আমার কথা মনে পড়ে কিনা
আমায় ভাবো কিনা
এসবের খবরও আর নেওয়া হয় না।
বহু দিন হয়ে গেল আকাশেই আছি তারা হয়ে
এখান থেকে পৃথিবীকে নীল-সাদা রঙের দেখতে লাগে।
পৃথিবীতে বাস করার সময় মনে হতো পৃথিবীটা কত বড়
কিন্তু এত দূর থেকে তাকে বড় ছোট দেখতে লাগে।
যাও বা তার কিছু দেখি তা তার নীল নীল সাগর মহাসাগরগুলি আর সাদা সাদা মেঘগুলিকে
তাও হালকা হালকা ভাবে
তবু তোমায় পাই না দেখতে ।
ওদের দেখে আমার লাভও হয় না কিছু
তবু দেখি এই ভেবে
তুমি তো আজও আছ সেখানে
আমি না হয় নাই বা থাকলাম।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী