আমার নবীন রাজা
আমের মুকুল, পড়ল ধরা,
পত্র মঞ্জরীতে।
ফাগুন মাসের, পাগল হাওয়া,
দখিনা জানলাটাতে।
শুকনো ডালে, জাগবে আবার,
নতুন পাতায় সাজা,
তুমিও থেকো, কৃষ্ণচূড়ায়,
আমার নবীন রাজা।
Subscribe
Login
0 Comments
Oldest