আমার যে কি হয়, পাগলী !
নোনা সমুদ্রের জলে কারবার
নোনা ঢেউয়ে ডুবে থাকে বালক নুলিয়ার ঘরবার !
তোর অগোছালো এলো চুলে জড়িয়ে
আমার সুখের যৌবন আর
হাতে তালু ঘেমে বসন্তের দুপুর
সাবালক হলো, আমি পারলাম না !
আড়চোখে এমন করে তাকাস না, পাগলী !
জানিস না, বেহিসেবি পা ফস্কে,
অনেক সাগর উল্টে উল্টে
নোনাজলে নুলিয়া ডুবেছে !
অমন করে হাসিস না, সব্বোনাশী,
তুই বড় হয়ে বেঁচেই তো গেলি বেশ,
আমার যে কি হয়, কে জানে !
বুকের ভেতরে একপায়ে খাড়া
পাগলটা চোদ্দ বছর বনবাসে, নিরুদ্দেশ !
সেই মাধ্যমিক থেকে
সেই আশ্চর্য মধুর মধ্যশিক্ষা দফতরটি
হটাৎ চানের ঘরে দেখে ফেলে, পড়াশোনা দূরস্থান
আজ অবধি আমার চান খাওয়া হলো না।
তুই তো বড় হয়ে বেঁচে গেলি এলোকেশী,
আমার যে কি হয়, বেশ !
বেহিসেবী পা ফস্কে কত যে পাগল
সমুদ্রের তলায় নিরুদ্দেশ !