ঠান্ডা যুদ্ধ – অসীম চক্রবর্ত্তী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

‘ঠান্ডা যুদ্ধের আগে, একবার ঠান্ডা চোখে তাকাও

ঐ নিরীহ জীবন ও ভয়ঙ্কর মৃত্যুর দিকে,

ধ্বংসে মাতার আগে শুধু একবার ফিরে দেখো

সৃষ্টির রঙ লাল ও ধ্বংসের রঙ ফিকে’ ।

 

কলহপ্রিয় ভীষণ বেপরোয়া, প্রভুত্ব করা তার নেশা

করতে চায় সে শাসন, খোঁজে নিজের প্রভাববৃত্তের দিশা

মানে না সে আইন, ধার ধারেনা কোনো আলোচনা

শুধু চায় একাধিপত্য, ধরন ধারনে যেন রনোন্মাদনা ।

 

তীব্র আলোর ঝলকানিতে ঐ আকাশ ফুড়ে উঠেছে অগ্নিপিন্ড

কালো ধোঁয়ার কুন্ডলী আর দমবন্ধ করা বাতাসে মিশেছে পোড়া গন্ধ

মৃত্যু-স্তুপে শিশু ও স্বজনের কান্নায় ভেসে বেড়াচ্ছে নিঃস্বের হাহাকার

দুর্মর, দুর্হৃদ ক্রোধের হুংকারে আজ বিপন্ন এক দেশ নির্বিকার ।

 

ধ্বংস হলো সভ্যতার, এক হিংস্র ভয়াল  বর্বরোচিত রোষে

জানিনা কিযে পাবে সেই দম্ভ পাপী ঐ ধ্বংস মৃত্যু শেষে ?

গুঁড়িয়ে মারিয়ে উড়িয়ে পতাকা জয়োল্লাসে হেসে

সেই ভগ্ন মায়ের গভীর শোকের অস্তায়মান দেশে ।

 

ও হে বিশ্বগ্রাসী বর্বর, “যুদ্ধ নয় শান্তি চাও ও তাকাও ঠান্ডা চোখে

এই পৃথিবীর সুন্দর জীবন ও নরম মৃত্যুর দিকে” ।।

0

Publication author

offline 9 months

Asim Chakraborti

0
Kobitar Pata
Comments: 0Publics: 64Registration: 10-07-2021
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে