আমিতে , আমার ভুল !
শুণ্যকে যোগে গুনে রাখ সে তো অপূর্ণই,
তাকে ভাগে বিয়োগে কর, সে তো আর নেই!
কখন দেখছ কি? অভাবী ভুখাকে খাওয়াই
কখন কি দেখছ? শীতে প্রকৃতি সবুজ আভাই।
আমিও কোন রমনীর শ্রীকান্ত হয়ে ছিলাম,
আমিও কোন বনলতার জীবনানন্দ ছিলাম,
আমিও যে ছিলাম হিমুর হলুদ পাঞ্জাবিতে,
আমিও ছিলাম রবী ঠাকুরের অপরিচিতার খোজে।
আমি এক মুঠে গোলাপ হাতে তার মুখে হাসি ফোটাতাম
আমি তার গালের শ্বেত শিমুল তুলাই হারিয়ে যেতাম,
আমি তো গোলাপের কাটাকে ভয় করিনি
আমি তো জানাতাম না শিমুল তুলোতেও পোকা হয়!
গোলাপ ফুলের হাসি যেন, তার কথায় গোলাপ কাটা,
তার মুখের উপর আমার প্রতি ঘ্রীণার কীট পোকা।
আমি হতবাক! আমি নিঃশব্দ!
আমি বোবা, বধির ও অন্ধ!
জীবনে যেন বসন্ত হয়ে আসা আমার প্রেমিকা,
ছেড়ে চলে গেল আজ গ্রীষ্মে খরতাপ,
আমি যে আমাতে হারিয়ে যাওয়া কোন এক বোকা!
কাচের মন যেন ভেঙে চুড়ে একাকার!