আমি আর আসবো না তোমাদের মাঝে ফিরে
আমি আর আসবো না তোমাদের মাঝে ফিরে
বিদায় নিলাম-
থেকো তোমরা সুখে যেথায় আছ সবে।
দিয়েছি অনেক কষ্ট তোমাদের বারেবারে
এবার তা ভুলে যেও- আমায়ও ভুলো একেবারে ।
যখন আর থাকবো না জানি আমার কথা উঠবে-
বলবে তোমরাই ‘হয়েছে শেষ গিয়েছে আপদ’
সে কথার অভিশাপে পুড়ব আমি নরকের আগুনে জ্বলে।
Subscribe
Login
0 Comments
Oldest