আবার আবোল তাবোল : হাট্টিমাটিম টিম

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হাট্টিমাটিম টিম
টাট্টু বেটা বড়ই ভুলো
করেছিল সব পন্ড
ডিম এনে যে বাধিয়ে ছিলো
 মস্ত এক কান্ড।।
বাঘের ছা বেরোবে ভেবে
এনেছিল সেই ডিম।।
ডিম ফুটে যা বেরলো তা
 হাট্টিমাটিম টিম।।
ওরা মাঠে পারত ডিম 
ওদের খাঁড়া দুটো শিং
ওরা হাট্টিমাটিম টিম।।
প্রথম দেখে গ্রামের সবার 
হাড় যে হল হিম
মোড়ল মশাই পানটা থুকে
বল্লো, এ ভূত নাকি যে কিম!! 
সবাই মিলে পঞ্চায়েত এ, 
বিচার হলো ঠিক, 
এ গাঁয়ে আর ডিম রবেনা, 
খোলা তোদের দশদিক।।
গাঁ ছাড়া ওই ডিম দুটি যে
কোথায়ও পেলোনা ঠাই!
মাঠ যে আজ বড়ই বিরল
থাকবে কোথায় ভাই!
কেউ বলেনি কেউ ডাকেনি
কেউ দেয়নি সারা
অন্য কোথাও বাঁধবে যে ঘর
সবাই করেছে তারা।।।
আজ শুনি যে সেদিন থেকে
পায়নি দেখা আর,
হয়তো তারা হারিয়ে গেছে
তেপান্তরের পাড়।।
শহর ভেঙে হচ্ছে যে সব
বিশাল বিশাল ঘর
মাঠ পাওয়া যায় রোজ ভাঁড়াতে
রোজ দিতে হয় কর।।
জমি জমা সব, হচ্ছে ভরাট, 
পুকুর এখন ক্ষীণ, 
সব কিছুতেই কমার্শিয়াল, 
মানুষ এখন সো মীন!।। 
এমনি দেশে কেমনে থাকতো       
হাট্টিমাটিম টিম!! 
পেট ভরাতো সারাদিনে, 
একঝুড়ি খেয়ে শীম।।
ভালই হয়েছে হারিয়ে গেছে
নইলে পড়তো মারা,
গাঁ তাড়ানো, ঘর পোরাদের
কভু না মিলত চারা।।
এখন তাদের চাই পেতে যে, 
ভালোলাগেনা আর,
ছোট্ট বেলার বই গুলোতে, 
খুঁজেছি বার বার।।
মন করেছি শক্ত অনেক, 
বয়স হয়েছে ঠিক
মলাট গুলো পাল্টে গেছে,
 “রায়” এর নামে টিক।। 
  এক নিমিষে বয়স কমেছে, 
পেলাম ভালই বল,
  অনেক ভেবে লেখা শুরু, 
আবার আবোল তাবোল।।
0

Publication author

offline 3 years

The Post Man

0
Love to write Bengali Novels, short stories, Poems etc for all ages।
Comments: 0Publics: 2Registration: 17-09-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে