আমি একটা নীল মেঘ বানাবো
আমি একটা নীল মেঘ বানাবো!
আকাশ যখন কালো মেঘে ঢেকে যাবে
বা সাদা মেঘে ভরে যাবে
ঠিক তখন আমি নীল মেঘ নিয়ে উড়ে বেড়াবো।
দেশ থেকে দেশান্তরে পাড়ি জমাবো।
সারা পৃথিবীর লোক আমাকে দেখবে
ছবি তুলবে ফটাফট করে তাদের মোবাইল,
ক্যামেরাতে
সংবাদপত্রের প্রথম পাতায় বড়ো করে থাকবে আমার ছবি,
টিভির নিউজ চ্যানেলগুলোতে শুধু আমি আর আমি।
খবর যাবে বিজ্ঞান মহলে
পৃথিবীর তাবড় তাবড় বিজ্ঞানীরা অবাক হবে।
তখন আমি খুব অহংকারী হব,
সবাই জানতে চাইবে নীল মেঘ বানানোর নিয়ম-
আমি বলবো না কিছুতেই।
দলে দলে মানুষ ভিড় জমাবে আমার বাড়িতে-
আমি ক্রমে হয়ে যাব বিখ্যাত…।
হঠাৎ বৃষ্টি শুরু হল সেই সাথে মেঘের গর্জন।
জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসায় ঘুমটা ভেঙে গেল।
উফ! স্বপ্নটা ভালোই দেখছিলাম।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১০/০৭/২০২৩