আমি এমনই
তুমি আমায় দুঃখ দিয়ে কেমন আছ জানি না অনেকদিন তোমাকে দেখিনি,
তুমি আমায় ভালোবেসে আমার ‘হৃদয়’কে কষ্ট দিয়ে চলে গেছ
আমি তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করি
তুমি যেন ভালো থাকো।
তুমি এখন কাকে মন দিয়েছ জানি না
যদি দাও আর যাকেই দাও
তার সাথে এমন খেলা খেলো না
যেমনটা আমার সাথে খেললে,
তাকে ছেড়ে যেও না, ভালোবেসো।
আমাকে দুঃখ দিয়েছ
আমি সহ্য করেছি,
কিন্তু যদি নতুন করে কাউকে ভালোবাসো
আর তাকে দুঃখ দিও না
হয়তো সে সহ্য করতে পারবে না।
দ্যাখো, আমার জীবনটা তো শূন্য হয়ে গেল
তবু আমি চাই না তুমি একা থাকো,
আমি চাই তুমি আবার অন্য কাউকে ভালোবাসার সুযোগ পাও
তোমার জীবনটা তার জীবনের সাথে হেসে খেলে কেটে যাক।
আমিও ঈশ্বরের কাছে বলি
আর যেন কেউ তোমার ভালোবাসা পেয়ে কষ্ট না পায়।
আমি এমনই।
জানি না আমার এ কবিতা
কোনোদিনও তুমি পড়বে কিনা
যদি পড়ো কোনোদিন
সেদিন বুঝবে কাকে তুমি হারিয়েছিলে একদিন।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১২/৬/২০২৪