আমি ও আমার পাহাড়
তোমার নিস্তব্ধতার ছান্দিক ভাষা
তোমার নীরবতার গম্ভীর গর্জন
তোমার গগনচুম্বী উপস্থিতি
তোমার গভীর খাদ
তোমার ঝর্ণার কলকল রব
তোমার বুকের সর্পিল পথ
তোমার উপর ফোটা নীলাকুরুঞ্জী
আমাকে উম্মাদের মতো টানে
আমি ছুট্টে যাই পথ হারানোর বন্ধুর পথে
আরও দূরে, একটা একলা নিঃসঙ্গতা সঙ্গে নিয়ে
আমার আমিকে, আরও কাছে পেতে
অলস সময় খানিকটা একসঙ্গে কাটাতে
তখন উপর থেকে দেখি, সদা ব্যস্ত শহরে
কেবল আমিই এক অচল পয়সা ।
Subscribe
Login
0 Comments
Oldest