আমি কবি খেতাবের তরে আসিনি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শরতের পড়ন্ত বিকেলে আকাশ যখন নীলাম্বরীতে সেজেগুজে প্রস্তুতি নিচ্ছিলো পারাপারের
তখন শুনেছিলো আমার এক কবিতা প্রেমী —
আর কবিতা লিখা হবেনা, শব্দেরা ধরা দিবেনা
তক্তপোষে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কবিতার কবি।
শত ক্রোশ মাড়িয়ে, বাধাবিঘ্নতা তাড়িয়ে
শরতের স্নিগ্ধ ভোরে সবুজ দূর্বাঘাসের উপর দিয়ে পাতিহাঁসের মতো হেঁটে — উপস্থিত হয় কবি-র ভাঙা খুপরিতে।
আমি ভেবেছিলাম আমার কবিতা কেউ পড়ে না
পান্ডুলিপি ছিঁড়ে ছাঁইছুঁই ভেবে উড়িয়ে দেয়
ভেবেছিলাম এই সমাজ তা গ্রহণ করবেনা —
হয়তো প্রাণবন্ত কবিতা হয়না, মানুষের কথা কইনা
কিন্তু না, আমার কবিতা প্রেমীও আছে —
আনাচে-কানাচে, চক্ষুড়ালে।
আমি কবি খেতাবের তরে আসিনি –
ছেঁড়া পাল জোড়া লাগিয়ে ভাঙা তরী ভাসাতে এসেছি
নিপীড়ন-নির্যাতন-গণহত্যা বন্ধ করতে এসেছি
আমি এসেছি স্বৈরশাসকের মেরুদণ্ড ভেঙে দিতে
মুক্তির স্বাদ দিতে পৃথিবীর মজলুমকে।
তোমার আমার বসবাস একই শহরে —
অথচ তুমি আমাকে দ্যাখতে আসোনি, হয়তো আমার কবিতা ভালো লাগেনি তোমার কাছে
হয়তো মৃত প্রেম জাগাতে পারেনি তব হৃদয়ের ভাঁজে
আমার কবিতা প্রেমী — নাসির নগর থেকে দ্যাখতে আসে স্নিগ্ধ ভোরে।

০৪/১১/২০২২ইং, সৌদি আরব

0

Publication author

0
মোঃ আকাইদ-উল-ইসলাম (মিটু সর্দার)। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের অন্তর্গত বড়মুড়া গ্রামে ১৯৮৭ সালের ১০ই নভেম্বর, এক সম্ভান্ত্রশালী মুসলিম পরিবারে কবির জন্ম। কবির পিতার নাম নূরুল ইসলাম (মাষ্টার) আর পিতামহের নাম আলতাব আলী সর্দার
Comments: 0Publics: 150Registration: 02-04-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।