আমি বাড়ি বানাতে চাই
আমি বাড়ি বানাতে চাই-
হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো – বাড়ি বানাতে চাই।
আমি তোমার হৃদয়ের ভালোবাসা ভরা অলিন্দে –
একটি ছোট্টো বাড়ি বানাতে চাই।
সেই বাড়ির উঠোনের পাশ দিয়ে –
কলকল করে বয়ে যাবে আবেগ নদী,
সেই নদীর তীরে বসে পা ডুবিয়ে রেখে-
তুমি তোমার সকল ইচ্ছে আমায় দিয়ে যাবে।
আমি সেগুলো যত্ন করে আগলে রাখবো-
মনের সবচেয়ে গভীরতম স্হানে।
জানালা দিয়ে দেখা যাবে অনুভবের পাহাড়।
রোদ্দুরের আদর জড়িয়ে রাখবে উদাসী বিকেলকে।
জোছনার আলো জানালা দিয়ে ঢুকে পড়বে,
আমি সেই আলোতে তোমার দিকে চেয়ে-
চোখে চোখ রেখে মন স্পর্শ করে কথা বলে যাবো।
আমি বারবার দখিনা বাতাস হয়ে এসে
দোলা দেবো তোমার মেঘ বরন উন্মুক্ত চুলে।
কখনও শ্রাবণের ধারার মতো ঝরে পড়বো তোমার
তৃষিত বক্ষে,
তুমি তখন আদর হাতে চুল এলোমেলো করে দেবে আমার।
সুনীল সমুদ্রের ঢেউ এসে মুছে দেবে সব ব্যবধান,
ভালোবাসার পাহাড় হয়ে ধুয়ে দেবো সব অভিমান।
রামধনুর ছটা ঢুকে পড়বে ঘরের প্রতিটি প্রান্তে,
এরকমই একটি বাড়ি বানাবো তোমার হৃদ-অলিন্দে।