আমি বিশ্রাম চাই!
বিশ্রাম চাই গো আমি,
হে আমার অন্তর্যামী!
ক্লান্ত পরিশ্রান্ত এই ভগ্নসার কায়া,
অস্থির মননে খুঁজি চতুর্দিকে সুশীতল ছায়া।
দিবে কি পুষ্পিত বাগ,
বক্র চক্ষু নেই যেথা হিংসা দ্বেষ
দুর্জনের অনুরাগ!
’অন্ধের অস্ফুট আশা ক্ষুধিতের শ্বাস,
অবলার হৃদে তুমি সুদৃঢ় বিশ্বাস’
কেন জমবে তবে ব্যস্ত নাবিকের হার,
অকূল পাথারে যেবা ক্ষণে ক্ষণে ডাকে
’হে আমার রাহাবার!’
হে চির জগত স্বামী!
ক্ষিপ্র অম্বুদের ধার আজ দেখি স্বপ্নালয়ে
হীরকের চেয়ে দামী!
গর্দভও বলে কি মজা!
ব্যাকুলে যখন টানে হাড্ডিসার অশ্ব
কর্তব্যের তীব্র ঘাতে সভ্যতার বহ্নিমান ধ্বজা!
আমি ভুলতে চাই সব,
যা চঞ্চলা অনুভব!
তোমার চরণে সপে আপনার বিধ্বস্ত হরফ!!