আমি শান্তি পাই
আমি শান্তি পাই
মোঃ হেদায়েতুল ইসলাম
সত্য আর ধৈর্য্য আমার শক্তি,
মানুষকে মন্দ কাজের দেই না কোন যুক্তি।
মন্দ মানুষের বিরুদ্ধে আমি আমৃত্যু লড়ি,
সঠিক সময়ে সঠিক কাজটি আমি করি।
মানুষের দুঃখে আমি কাঁদতে চাই,
মানুষের বিপদে আমি ছুটে যাই।
শিক্ষার আলো আমি চারিদিকে ছড়িয়ে দিতে চাই,
মানবিক কাজে আমি শান্তি পাই।
আমি হিংসা-বিদ্বেষ করতে চাই না শান্তির জন্য,
মানুষকে ভালোবেসে আমি হতে চাই ধন্য।
মানুষের হাসি মুখ দেখে আমি হাসি,
শান্তির জন্য মানুষকে ভালবাসি।
Subscribe
Login
0 Comments
Oldest