আমি হারিয়ে গিয়েও ফিরে পেতে চাই
আমি হারিয়ে গিয়েও ফিরে পেতে চাই,
চাঁদের জোছনা অন্ধ হলেও আলো দিতে চাই।
আমার ঘর ঝড়ে হারিয়ে গেলেও,
নতুন করে থাকতে চাই।
শুকতারা হয়ে মাঝসাগরে দিকভোলা নাবিককে বাঁচাতে চাই।
আমার জীবনটা হারিয়ে গেলেও,
তার হদিস পেতে চাই।
এ বিশ্ব ব্রম্ভান্ডের মৃত্যু হলেও,
আবার জন্ম দিতে চাই।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩মে,২০২৩, সন্ধ্যা ৬টা, বারুইপুর
Subscribe
Login
0 Comments
Oldest