প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

টাকার মোহ
মোঃ হেদায়েতুল ইসলাম

যদি থাকে টাকা তোমার পেতে পারো গাড়ি,
যদি থাকে টাকা তোমার পেতে পারো অট্টালিকা বাড়ি।
যদি তাকে টাকা তোমার পেতে পারো সুন্দরী নারী,
যদি থাকে টাকা তোমার পেতে পারো স্বর্ণ ভরি ভরি।
যদি থাকে টাকে তোমার খেতে পারো রাজকীয় খানা,
যদি থাকে টাকা তোমার আনন্দ ভ্রমণে যেতে নেই মানা।
যদি থাকে টাকা তোমার দেশ-বিদেশে সেবা পেতে পারো,
যদি থাকে টাকা তোমার বিনোদনে নেই বাধা কারো।
যদি থাকে টাকা তোমার শিক্ষার পথ হবে নাকো বাঁকা,
যদি থাকে টাকা তোমার অসম হিসাব-নিকাশে ভাগ্য হবে না ঢাকা।
যদি টাকা থাকে তোমার দান-খয়রাত করতে পারো নেই বাধা,
যদি টাকা থাকে তোমার অসহায়ের মুখে হাসি ফুটাতে পারো সদা।
যদি টাকা থাকে তোমার বাহারি পোশাকে চলবে ইচ্ছে মতো,
যদি টাকা থাকে তোমার স্বাদ-আহ্লাদ হতে পারে পূর্ণ আছে যত।
যদি টাকা থাকে তোমার তোষামোদির লোক পাবে শত শত,
যদি টাকা থাকে তোমার যত্রতত্র হতে হবে না তোমাকে নত।
যদি টাকা থাকে তোমার রীতিমতো হতে হবেনা ক্ষতবিক্ষত,
যদি টাকা থাকে তোমার ফিরে পাবে ভালোবাসা যা হয়েছিল গত।
যদি টাকা থাকে তোমার অচেনা পর মানুষও আপন হবে,
যদি টাকা থাকে তোমার সম্মান খ্যাতি পেতে এই পারো ভবে।
যদি টাকা থাকে তোমার তবে আরো টাকার চাহিদা জাগবে,
যদি টাকা থাকে তোমার তবে মনের অযাচিত খোরাক আরো লাগবে।
যদি টাকা থাকে তোমার
চাই অসহায়ের পাশে দাঁড়াবেই,
যদি টাকা থাকে তোমার নীতিবান কাজে চাই জাগো জাগবেই।

0

Publication author

0
আমি কবি মোঃ হেদায়েতুল ইসলাম। বাংলাদেশের সিরাজগঞ্জে আমার বাড়ি। আমি ছোটবেলা থেকেই লিখতে ভালবাসি ইতিমধ্যে দেশ-বিদেশের বহু আন্তর্জাতিক সাইটে আমি লিখেছি পেয়েছি দেশ-বিদেশের বহু সম্মাননা। আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে আমি আরো লিখতে চাই।
Comments: 0Publics: 9Registration: 08-02-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে